লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনের নবনির্বাচিত এমপি মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রী করার দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। আজ শনিবার বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা পরিষদের সামনে লক্ষ্মীপাশা-নড়াইল সড়কে উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন, সাধারণ সম্পাদক মো. রাশেদ হাসান, ছাত্রলীগ নেতা সুজন খন্দকার, আব্দুর রহমান, সৈয়দ সুজন, ইমদাদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার পরে নড়াইলে মন্ত্রী হয়নি। তারা অবহেলিত নড়াইলের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেটদলের সফল ওয়াডে অধিনায়ক নড়াইল-২ আসনের নবনির্বাচিত এমপি মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রী করার দাবি জানান প্রধানমন্ত্রীর নিকট।