,

মার্চে কালবৈশাখীর তাণ্ডবের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ফাল্গুন মাস শেষ হতে এখনো কিছু দিন বাকি। এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। এ মাসে শুধু বৃষ্টি না কাল বৈশাখী ঝড়ও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চলতি মাসে দেশের ওপর দিয়ে তিন থেকে চারটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত দুটি ঝড় মাঝারি মাত্রার তীব্রতা নিয়ে আঘাত হানতে পারে বলে জানায় প্রতিষ্ঠানটি।

এ ছাড়া চলতি মার্চ মাসের শেষের দিকে রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যেতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মার্চ মাসের পূর্বাভাসে হঠাৎ বন্যার আশঙ্কার কথাও বলা আছে। চলতি মাসের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে ওই এলাকায় পানির ঢল আকস্মিক বন্যার সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে চার-পাঁচ দিন দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলাম বলেন, আবহাওয়ার ঋতুচক্রের হিসাবে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে। ফলে এই মাসে কালবৈশাখী ও দাবদাহ হওয়াটা স্বাভাবিক। তবে এই মাসে দেশের কয়েকটি এলাকায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে।

মঙ্গলবারের জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

জলীয়বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু ও শুষ্ক পুবালি বায়ুর সংস্পর্শে দেশের বিভিন্ন স্থানে মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর ফলে কাল বুধবার দেশের বেশিরভাগ স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃহস্পতিবারও ওই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এই বিভাগের আরও খবর