,

মানবজাতির প্রতি কোরআনের উপদেশ

ইসলাম ও জীবন: 

আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন উদ্ভিদ জীব

ইরশাদ হয়েছে, ‘পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ ও তারা যা জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়।’

(সুরা : ইয়াসিন, আয়াত : ৩৬)

গ্রহনক্ষত্র নিজ কক্ষপথে সন্তরণ করে

ইরশাদ হয়েছে, ‘সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে।’

(সুরা : ইয়াসিন, আয়াত : ৪০)

আল্লাহর নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিয়ো না

ইরশাদ হয়েছে, ‘যখনই তাদের প্রতিপালকের পক্ষ থেকে  কোনো নিদর্শন তাদের কাছে আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।’

(সুরা : ইয়াসিন, আয়াত : ৪৬)

কিয়ামতের দিন সত্য প্রকাশিত হবে

ইরশাদ হয়েছে, ‘তারা বলবে, হায় দুর্ভোগ! কে আমাদের নিদ্রাস্থল থেকে ওঠাল? দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসুলরা সত্যই বলেছিলেন।’

(সুরা : ইয়াসিন, আয়াত : ৫২)

পরকালে কারো প্রতি অবিচার করা হবে না

ইরশাদ হয়েছে, ‘আজ কারো প্রতি কোনো অবিচার করা হবে না এবং তোমরা যা করতে শুধু তারই প্রতিফল দেওয়া হবে।’

(সুরা : ইয়াসিন, আয়াত : ৫৪)

এই বিভাগের আরও খবর