,

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে সাইফুল সরদার (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল কালকিনি উপজেলার উত্তর চিরাইপাড়া গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোরে শহরের ডিসি ব্রিজ এলাকায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়দের ধারণা ভোরে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটাতে পারে।

মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

এই বিভাগের আরও খবর