রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুরে এক হেরোইনসেবীকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রোববার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগঞ্জ এলাকায় চুহড় গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবু সাহেদ চৌধুরী রোববার নিজ বাড়িতে হেরোইন সেবন করছিল।
খবর পেয়ে মিঠাপুকুর থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই রাতেই তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, হেরোইনসহ কাউকে আটক করা হয়নি, ছেড়েও দেওয়া হয়নি। দুই যুবক নেশা করে রাস্তায় তর্কাতর্কি করে ঝামেলা সৃষ্টি করেছিল। তাদের আটক করা হয়। ভবিষ্যতে নেশা করে এমন কাজ করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।