জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী হুমায়ুন শেখ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন শেখ মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের সাদি শেখের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হুমায়ুন শেখ বাইসাইকেল চালিয়ে পুরাতন মুকসুদপুর থেকে মুকসুদপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। কদমপুর ব্রিজের কাছে পৌঁছালে গোপালগঞ্জ হতে ফরিদপুরগামী একটি মাইক্রোবাস পেছন দিক থেকে তার বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি পাশের গর্তে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
-লিয়াকত হোসেন লিংকন