প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক তাজমিনুর রহমান, ইব্রাহিম হোসেন ও পিয়ার আলী জানান, গত ৪ জানুয়ারী মুসুল্লিদের উপস্থিতিতে দক্ষিণ কাশিবাটি জামের মসজিদে ভোটের মাধ্যমে কাশিবাটি গ্রামের ফজলুর রহমানকে সভাপতি ও পশ্চিম পাইকাড়া গ্রামের মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শুক্রবার জুমআ’র নামাজের পর কমিটির অন্যান্য সদস্য নির্বাচনের লক্ষ্যে আলোচনা শুরু হয়।
বিগত কমিটির সদস্য আব্দুর রউফ সরদার, আনছার সরদার ও খায়রুল আলম বাপীকে নতুন কমিটিতে নেয়ার জন্য নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান প্রস্তাব দেন। কিন্তু বিষযটি নিয়ে দ্বিমত পোষণ করেন সেক্রেটারী মাহবুবুর রহমান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে মসজিদের বাইরে এসে সভাপতি ও সেক্রেটারী পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সেক্রেটারী মাহাবুবুর রহমানের পিতা নজরুল ইসলাম পাড় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
সংঘর্ষে আহত হন সভাপতি গ্রুপের সমর্থক হিসেবে পরিচিত কাশিবাটি গ্রামের শাহাজান (৫৫), রুস্তম আলী (৫০) ও তার সহোদর আবু সাঈদ (৪০) এবং সেক্রেটারী গ্রুপের পাইকাড়া গ্রামের আবুল কালাম (৩২) ও তার সহোদর আল আমিন (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে নজরুল ইসলাম পাড়ের মৃত্যুর বিষয়টি জানাজানি হওয়ার পর সভাপতির গ্রুপের আহত ৩ ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যায়।
কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আফজাল হোসেন শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।