,

মনপুরায় ফাঁদ পেতে হরিণ শিকার, আটক ১

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় সংঘবদ্ধ চক্রের এক শিকারিকে আটক করেছে বনবিভাগ। এ সময় ওই চক্রের অপর এক সদস্য পালিয়ে যায় বলে জানিয়েছেন বনবিভাগের বিট কর্মকর্তা।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলের কিল্লার খালসংলগ্ন কেওড়া বাগানে এ ঘটনা ঘটে।

আটক মো. রুবেল মাঝি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ রহমানপুর গ্রামের মৃত জলিল মাঝির ছেলে।

এ ব্যাপারে বনবিভাগের কোড়ালিয়া বিট কর্মকর্তা মো. শোয়েবুর রহমান খান জানান, গোপন খবরে রাত ১০টায় সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে সংঘবদ্ধ হরিণ শিকারি চক্রের এক সদস্যকে ফাঁদসহ আটক করা হয়।

এ সময় চক্রের অপর সদস্য আবদুল মুন্সি পালিয়ে যান বলে আটককৃত শিকারি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা দেয়া হবে।

এই বিভাগের আরও খবর