উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওডিশা উপকূলের অদূরবর্তী পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই লঘুচাপ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আরও দুই-তিন দিন গরম থাকবে তারপর শ্রাবণের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ভারতে উড়িষ্যা উপকূলেই উঠে যাবে। নিম্নচাপে রূপ নেয়ার শঙ্কা নেই। তবে দেশে বিরাজমান তাপপ্রবাহ আরও দুদিন থাকবে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকবে। এজন্যে ভ্যাপসা গরম অনুভূত হবে। তবে ১৫ জুলাইয়ের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।