,

ভোটকেন্দ্র থেকে লাইভ, কক্ষের ছবি তোলা যাবে: সিইসি

বিডিনিউজ ১০ রিপোর্ট: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন কেন্দ্রের ভেতর থেকে সরাসরি লাইভ দেয়া যাবে। এছাড়া ভোটকক্ষের ছবি তোলা যাবে। তবে ভিডিও করা যাবে না।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ভোটের দিন কেন্দ্রের ভেতর থেকে সরাসরি লাইভ দেয়া যাবে। তবে ভোটকক্ষ থেকে সরাসরি লাইভ করা যাবে। কেবলমাত্র ভোটকক্ষের ভেতরের ছবি তোলা যাবে। তবে সেখানে ভিডিও করা যাবে না এবং গোপন কক্ষে যাওয়া যাবে না।

তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেতরে একসঙ্গে বেশি লোক যাওয়া যাবে না। বেশিক্ষণ অবস্থান করা যাবে না। বিদেশি পর্যবেক্ষকদের বেলায়ও এই নির্দেশনা থাকবে।

এই বিভাগের আরও খবর