জেলা প্রতিনিধি, বরিশাল: জাল সনদ দিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক পদে চাকরির অভিযোগে রেজাউল সরকার নামে এক শিক্ষককে আটক করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রেজাউল সরকার বাকেরগঞ্জের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে প্রভাষক পদে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চিলমারী এলাকার বাসিন্দা আব্দুস সামাদ সরকারের ছেলে। তার বিএসসি পাসের সনদটি ভুয়া বলে অভিযোগ উঠেছে।
র্যাব-৮ এর উপপরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ভুয়া সনদ তৈরি করে রেজাউল গত ২০ ফেব্রুয়ারি চাকরি নিয়েছেন। এরপর ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে সনদ ভুয়া বলে প্রমাণ পায়। এরপর বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে তার কাছ থেকে ভুয়া সনদ উদ্ধার করা হয়। রাতেই তাকে বাকেরগঞ্জ থানায় সোপর্দ করে জাল-জালিয়াতি প্রতারণার অভিযোগে মামলা করা হয়।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, আজ সকালে র্যাবের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বিকালে আদালতের বিচারক কারাগারে পাঠান।