,

ভুয়া দলিল নিয়ে শুনানিতে এসে গেলেন কারাগারে

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম:  চট্টগ্রামের বাঁশখালীতে ভুয়া দলিল নিয়ে শুনানিতে উপস্থিত হওয়ায় মো. ইদ্রিস (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান তাকে আটক করেন।

পরে আটক মো. ইদ্রিসকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডিত ব্যক্তি বাঁশখালীর বৈলগাঁও ইউনিয়নের আব্দুস সোবহানের ছেলে।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ভুয়া দলিল নিয়ে মিসকেসের শুনানিতে উপস্থিত হন মো. ইদ্রিস। এ ঘটনায় তাকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় সাত দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে অন্য একটি মিস মামলায় ভুয়া দলিল ব্যবহার করায় বিবাদীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর