বিডিনিউজ ১০, আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্থানীয় এক নারীসহ দুই পাইলট নিহত হয়েছেন। রোববার দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানার বিক্রাবাদ জেলার একটি আবাদি জমিতে বিমানটি বিধ্বস্ত হলে এ দুর্ঘটনা ঘটে।
রাজ্য পুলিশের বরাত দিয়ে ভারতীয় টেলিভিশন এনডিটিভি তাদের এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, বিক্রাবাদ জেলার বান্টাওয়ারাম নামক স্থানে একটি ফসলী জমিতে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই দুই পাইলটসহ ও স্থানীয় এক নারী নিহত হন।
গণমাধ্যম ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি সরকারি নয় এটি তেলেঙ্গার একটি বেসরকারি অ্যাভিয়েশন প্রশিক্ষণ ইনস্টিটিউটের। তবে ওই ইনস্টিটিউটের পক্ষ থেকে দুর্ঘটনা সম্বন্ধে এখনো কিছু জানানো হয়নি বলে জানিয়েছে এনডিটিভি।