,

ভারতের তেলাঙ্গানায় ব্যাপক বৃষ্টি, স্কুল-কলেজ বন্ধ

অনলাইন ডেস্ক: ভারতের তেলাঙ্গানায় বৃষ্টি কমছেই না। জলাবদ্ধ হয়ে পড়েছে একাধিক জেলা। বাধ্য হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তেলাঙ্গানা প্রশাসন।

আজ রবিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানান, ভারি বৃষ্টির কারণে আপাতত তিন দিন বন্ধ থাকবে ওই রাজ্যের সকল স্কুল, কলেজ।

টানা কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে যায় তেলাঙ্গানার বহু জেলা। শনিবার থেকে সেখানকার পরিস্থিতি খারাপ হয়। রেড অ্যালার্ট জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

জয়শঙ্কর ভূপালাপল্লি, নির্মল ও নিজামাবাদ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পানির তলায় চলে যায় আরও অনেক জেলা। বন্যাকবলিত মানুষদের উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যেতে নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

হাওয়া অফিস এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অতি ভারি এবং ভারি বৃষ্টির কারণে কয়েকটি জেলার জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তেলাঙ্গানায় গত কয়েক দিনে বৃষ্টির গড় পরিমাণ ২৫০ মিলিমিটার থেকে ৩৫০ মিলিমিটার। রবিবারও বৃষ্টি থামছে না। ফলে সতর্কতা জারি থাকছে সব জেলায়।

সূত্র: আনন্দবাজার।

এই বিভাগের আরও খবর