,

ভারতের উত্তর প্রদেশে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক ব্যক্তিকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার গাজিয়াবাদের লোনি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। নিহত অজয়ের বয়স ২৩ বছর। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ওই এলাকায় একটি ফুলের দোকান রয়েছে তার।

পুলিশ জানিয়েছে, ফুলের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা যায় অজয়কে পিটিয়ে রক্তাক্ত করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুই জন।

এসময় ঘটনাস্থলে দাঁড়িয়ে ফোনে রেকর্ড করলেও তাকে বাঁচাতে এগিয়ে আসে নি কেউ।

এই বিভাগের আরও খবর