পুলিশ জানিয়েছে, ফুলের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা যায় অজয়কে পিটিয়ে রক্তাক্ত করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুই জন।
এসময় ঘটনাস্থলে দাঁড়িয়ে ফোনে রেকর্ড করলেও তাকে বাঁচাতে এগিয়ে আসে নি কেউ।