,

ভাঙ্গায় বিল হতে লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দার নাগদার বিলে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

আজ সোমবার বিকেলে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত ওই ব্যক্তি চরকান্দা গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্যার ছেলে সেকেন্দার মোল্লা (৪৮)।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফমেকের মর্গে প্রেরণ করেছে। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর বিলের ফেলে রাখে কে বা কারা।

ভাঙ্গা থানার এসআই আজাদ বলেন, প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে আগেরদিন রাতে হত্যা করে বিলে কচুরিপানা দিয়ে লাশটি ঢেকে রেখেছিল। স্থানীয় কয়েকজন জেলে বিলে মাছ ধরতে গেলে তারা লাশটি দেখতে পান।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া বলেন, সেকেন্দার মোল্লা কয়েক লাখ টাকা দেনা ছিলেন। দেনাদারের ভয়ে প্রায় দুই মাস যাবত তিনি আত্মগোপনে ছিলেন। মাঝে মধ্যে রাতে এসে পরিবারের সাথে দেখা করে রাতেই চলে যেতেন।

এই বিভাগের আরও খবর