,

ব্রাহ্মণবাড়িয়ায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় আশুগঞ্জের সোনারামপুর এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাড়ির পাশে রাইসমিলে খেলছিল শিশুটি। এ সময় তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে ওই রাইসমিলের শ্রমিক ও রিকশা চালক লিটন মিয়া। খবর পেয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায় তার পরিবার।

পরে শিশুটিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত লিটনকে রাতেই আটক করেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর