জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় মাহিয়া আক্তার মৌ নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মাহিয়া আক্তার মৌ ওই গ্রামের মাসুদ সরদারের মেয়ে।
কাশিয়ানী থানার ওসি মো. শফি উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশু মাহিয়া আক্তার মৌ জয়নগর বাজারে সড়ক পারাপার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় সে আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।