জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে মোটর সাইকেলে ট্রাকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান পাভেল (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) রাত ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান পাভেল কাশিয়ানী উপজেলার মাজরা গ্রামের মফিজুর রহমানের ছেলে।
এ ঘটনায় আহত পাভেলের বড় ভাই সোহেল রানাকে (২৫) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মনির আহমেদ জানান, পাভেলের দুলাভাই করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুরে চিকিৎসাধীন রয়েছে। বোনকে সান্তনা দিতে পাভেল ও সোহেল দু’ভাই একটি মোটর সাইকেলে করে টুঙ্গিপাড়ায় বোনের বাড়িতে যাচ্ছিলেন। পাথালিয়া নামক স্থানে পৌঁছালে তাদের মোটর সাইকেলকে পিছন থেকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাভেল নিহত হয়। আহত হয় সোহেল রানা। সোহেলকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে পাভেলের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।