,

বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু

নিজস্ব প্রতিবেদক, রংপুর: স্কুল বন্ধ থাকায় খালার বাড়িতে বেড়াতে এসে নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মকবুল হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।

তিনি সম্পর্কে শিশুটির খালুর ছোট ভাই।

বুধবার (১০ মার্চ) দুপুরে রংপুর নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। আটক মকবুল হোসেন মোল্লাপাড়ার আনিছার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধর্ষণের শিকার শিশুটি তার খালার বাড়ি মোল্লাপাড়ায় বেড়াতে যায়। বুধবার দুপুরে বাড়িতে একা পেয়ে খালুর ছোট ভাই মকবুল শিশুটিকে ধর্ষণ করেন। শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মকবুলকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর দেওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মকবুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।

এই বিভাগের আরও খবর