,

‘বেগম জিয়া ভালো আছেন’

খালেদা জিয়া (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাতে খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. আল মামুন।

এদিন রাত সাড়ে ১০টার আগে গুলশান-২-এ খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান ডা. জাহিদ হোসেন। এর কিছুক্ষণ পর সেখানে পৌঁছান ডা. আল মামুন। প্রায় ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন। এরপর বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে চাননি তারা। চিকিৎসকদ্বয় শুধু জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ভালো আছেন।

বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তারা।

এই বিভাগের আরও খবর