নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কের রমজান বিবি বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে জেলার মাইজদী ও চৌমুহনীর দমকল বাহিনীর পাঁচটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বাজারের একটি তুলার দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। পরে দমকল বাহিনীকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও খাওয়ার হোটেল, ফার্মেসি, কোচিং সেন্টার, লেপ-তোষকের দোকানসহ সাতটি দোকান পুড়ে যায়।
মাইজদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পরিদর্শক মো. শাহাদাত হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত সময়ে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রাথমিকভাবে তাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি তা তদন্ত করে জানাতে পারবেন।