বদলে গিয়ে আবারও মেঘ আর দমকা হাওয়া শুরু হতে পারে। কারণ, বঙ্গোপসাগরের আন্দামানের কাছে আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।
ওই নিম্নচাপের সঙ্গে আরেকটি বড় মেঘমালাও যুক্ত হয়ে বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে আসছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
থেকে নিশ্চিত করা হয়নি। আরও দু-এক দিন পর তা বোঝা যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট এর আগের নিম্নচাপটি ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের স্থলভাগে উঠে গিয়ে গতকাল রোববারও স্থল লঘুচাপ আকারে ছিল। ফলে এর প্রভাবে সৃষ্টি হওয়া বিস্তৃত মেঘমালা বাংলাদেশ ও ভারতের ভূখণ্ডের আকাশ থেকে সরছে না। যে কারণে সারা দিন আকাশ মেঘলা ও থেমে থেমে বৃষ্টি ঝরছে।