,

বৃষ্টিতে ভোগান্তি কাশিয়ানী উপজেলাবাসীর

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন কাশিয়ানীর মানুষ। বৃষ্টির কারণে শুক্রবার উপজেলার বেশিরভাগ মানুষই ঘর থেকে বের হতে পারেনি।

এতে চরম বিপাকে পড়েন শ্রমজীবি মানুষ উন্মুক্ত বিশ্ববিদ্যলয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা।কাজকর্ম না পেয়ে অলস সময় পার করছে দিনমজুর ও শ্রমজীবী মানুষ। বৃষ্টির পানিতে কাঁদায় একাকার হয়ে যায় রাস্তাঘাট। পথচারীরা চরম দুর্ভোগের শিকার হয়ে চলাচল করছে।

বৃহস্পতিবার সকাল থেকেই কাশিয়ানীতে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে শুক্রবার সারাদিনই উপজেলার রাস্তাঘাট-হাটবাজার ছিল একেবারেই ফাঁকা। যান চলাচলও ছিল কম।

গোপালগঞ্জ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অংশে লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।

এছাড়া আগামী দুইদিনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর