কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে নৌকা ডুবে কনের বাবাসহ চারজন নিখোঁজ রয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকার কনের বাবা নুরু ইসলাম (৬০), আমেনা খাতুন (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে বরের বাড়িতে দাওয়াত খেয়ে ৫০ জন একটি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে ধরলা নদীতে হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়ে। নৌকায় থাকা লোকজন বৃষ্টি থেকে রেহাই পেতে পলিথিন নিয়ে টানাটানি শুরু করলে নৌকাটি উল্টে যায়।
এ সময় অন্যান্য লোকজন সাঁতরে কিনারায় আসতে পারলেও মেয়ের বাবাসহ চারজনের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।
এ বিষয়ে বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব সরকার বলেন, খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এলেও ডুবুরি না থাকায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি। তবে স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।