বিডিনিউজ ১০, ডেস্ক: দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় জাতির জন্য মুজিববর্ষের প্রথম উপহার হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এ সময় অনূর্ধ্ব-১৯ দলের উচ্ছ্বসিত প্রশংসা করেন শেখ হাসিনা।
তিনি বলেন, মুজিববর্ষের একটি বড় উপহার। জাতির জন্য, দেশের জন্য মুজিববর্ষের একটি বড় উপহার।
বঙ্গবন্ধু কন্যা বলেন, খেলায় জয় লাভ করে দেশে ফিরলে সবসময় একটা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে প্যারেড গ্রাউন্ডে, পল্টনে আমরা সংবর্ধনা দিয়েছি। সেই রকম একটা গণসংবর্ধনা আমরা তাদের দিয়ে দেব।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে নাটকীয় ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের ফাইনালে জয় লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।