বিডিনিউজ ১০, ডেস্ক: বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে পৃথকভাবে তারা বাংলাদেশ যুব ক্রিকেট দলকে এ অভিনন্দন জানান। রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী প্রেস সচিব সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এ দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের টাইগার যুবাদের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন।
নাটকীয় ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।