নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যুৎ উৎপাদনে আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে। শনিবার সারা দেশে (১০ এপ্রিল) ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ উৎপাদন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে গত ৩ এপ্রিল রাত ৯টায় ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে রেকর্ড হয়েছিল। তারও আগে ১ এপ্রিল ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
২০১৯ সালের ২৯ মে সর্বশেষ দেশে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।