,

বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

ফাইল ফটো

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে জসিম মোল্লা (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জসিম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি গ্রামের আকু মোল্লা ছেলে।

সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজেদুর রহমান জানান, ওই গ্রামের নাসিম মোল্লা তার ঘেরপাড়ের চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন। বৃহস্পতিবার রাতে একই গ্রামের জসিম মোল্লা মাছ ধরতে ঘের পাড় দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান।

পরে শুক্রবার সকালে এলাকাবাসী জসিম মোল্লার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ঘের মালিকসহ অন্যদের নামে মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর