,

বিদ্যুতের খুঁটি ২ মাস ধরে ভেঙে আছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১১ হাজার ভোল্টের ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙে পড়ছে। খুঁটিটি মেরামতের উদ্যোগ না নেওয়ায় যে কোনো মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর ধলেশ্বরী নদীর তীরের একটি খুঁটি নীচ থেকে ভেঙে পড়েছে। যে কোনো সময়ে বিদ্যুৎ লাইনটি ধসে ধলেশ্বরী নদীতে পড়ে নদী দিয়ে চলাচলাকারীদের মধ্যে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয়রা জানায়, গত বর্ষার মৌসুমে (প্রায় ২ মাস আগে) নদীতে চলাচলরত একটি বাল্কহেডের ধাক্কায় খুঁটিটি ভেঙে যায়। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা কয়েক দফা এসে পরিদর্শন করলেও খুঁটিটি এখনো মেরামত করা হয়নি। এর মধ্যে খুঁটি ভেঙে পড়ার ২ মাস অতিবাহিত হলো।

এ ব্যাপারে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. জাকির হোসেন জানান, বিষয়টি আমি অবগত আছি। খুব শিগগির সেখানে একটি টাওয়ার বসানো হবে।

এই বিভাগের আরও খবর