গোপালগঞ্জে বাস শ্রমিকদের মারধরের ঘটনায় গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কে ৭ ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখা হয়। বুধবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই সড়কে বাস চলাচল বন্ধ ছিল।
এতে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ যাত্রীরা। ইজিবাইক, অটোভ্যান ও মোটরসাইকেলে করে যাত্রীদের অনেককে স্ব-স্ব গন্তব্যে যেতে দেখা যায়। এতেও শ্রমিকরা বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
.অন্যদিকে, বাস শ্রমিকদের বিরুদ্ধে স্কুল ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কোটালীপাড়া উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক দিয়ে চলাচলকারী বাস শ্রমিকরা ছাত্রীদের নানাভাবে ইভটিজিং করে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়েও কোনও প্রতিকার মেলেনি বলে জানান তারা।
গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা সাইদুর রহমান জাসু জানিয়েছেন, গত ১৯ জুলাই কোটালীপাড়া সদরে স্থানীয়দের হাতে এক বাস মালিক মারধরের শিকার হন। মঙ্গলবার একই এলাকায় স্থানীয়দের হাতে বাসের ড্রাইভার ও হেলপার মারপিটের শিকার হন। এসব ঘটনার প্রতিবাদে সকাল থেকে শ্রমিকরা ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়।
পরে পুলিশ প্রশাসনের বিচারের আশ্বাসে দুপুর ১টা থেকে ওই সড়কে বাস চলাচল শুরু হয় বলে জানান তিনি।