মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাট সংলগ্ন বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে এই দুর্ঘটনা ঘটে।
সোমবার (৩রা এপ্রিল) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে, এখন কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মুন্সিগঞ্জের শিমুলিয়া মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসার পথে ঘাটের কাছে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষ হয়। এ সময় স্পিডবোটটি উল্টে যায়। এ সময় কয়েকজন সাঁতরে তীরে উঠলেও বেশিরভাগ যাত্রীই নিখোঁজ হয়। তীরের কাছাকাছি হওয়ায় দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে নৌপুলিশ। পরে তাদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।
এদিকে, উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।