হবিগঞ্জ প্রতিনিধি: বাবার দল আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে লড়াই করার বিষয়ে রেজা কিবরিয়া তার বাবার স্বপ্ন পূরণের কথা বলেছেন। বলেছেন, ‘আমার বাবা জীবিত থাকলে তিনি এখন আওয়ামী লীগ করতেন না।’
শনিবার বিকালে হবিগঞ্জের বাহুবলে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা শাহ আ স ম কিবরিয়ার ছেলে।
সম্প্রতি ড. কামাল হোসেনের গণফোরামে যোগ দিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসনে ভোটে লড়ছেন রেজা। বিএনপির শাসনামলে গ্রেনেড হামলায় তার বাবার মৃত্যুর পর ওই সরকারের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করেছেন রেজার পরিবার।
কিবরিয়া পুত্র বলেন, তার বাবার ইচ্ছা ছিল বাহুবল-নবীগঞ্জের সংসদ সদস্য হয়ে জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করবেন। বাবার জীবদ্দশায় তা সম্ভব হয়নি। বাবার স্বপ্ন পূরণেই তিনি প্রার্থী হয়েছেন।
‘বাবার স্বপ্ন পূরণ করতে আমি বিদেশে অনেক টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে এসেছি। আমি পাবলিক সার্ভেন্ট হিসাবে জনগণের মধ্যে বেঁচে থাকতে চাই।’
‘দেশ বিদেশ ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছি নবীগঞ্জ বাহুবলের জনগনের ভাগ্য উন্নয়নে তা কাজে লাগাতে চাই। আমরা ক্ষমতায় গেলে এদেশের রাজা প্রজার স্টাইল বদলিয়ে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।’
আওয়ামী লীগকে ইঙ্গিত করে রেজা বলেন, ‘ওরা আমাদেরকে ভয় পায়, তাই ড. কামাল হোসেন, আ স ম রব ও আমার উপর হামলা চালায়। আমরা ভীরু নই, হামলা মামলা আমরা ভয় পাই না।’
এর আগে বিকাল তিনটায় রেজা কিবরিয়া নেতাকর্মীদের নিয়ে বাহুবল বাজারে নির্বাচনী প্রচার চালান। এ সময় মহাজোটের প্রার্থীর গাজী শাহনেওয়াদ মিলাদ গাজীর পোস্টার দেখা গেলেও ধানের শীষের পোস্টাার দেখা যায়নি।
জেলা জাসাস সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজুসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।