,

বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান। পরে সমাধিসৌধ কমপ্লেক্সে বাবার কবরের পাশে বসেন বঙ্গন্ধুর জ‌্যেষ্ঠ কন‌্যা। সেখানে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত শেষে দোয়া করেন তিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের নব গঠিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের , প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রথম সভায় যোগ দেওয়ার কথা রয়েছে দলীয় প্রধান শেখ হাসিনার। কর্মসূচি শেষ করে বিকেল ৩টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এই বিভাগের আরও খবর