,

বাঘায় ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫২ পদে ২৫২ প্রার্থীর লড়াই

বাঘায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: আগামী ১৪ অক্টোবর রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫২ পদের জন্য ২৫২ প্রার্থীর লড়াই জমে উঠেছে।

নিজ নিজ প্রার্থীরা গ্রামের অলিগলিতে পোস্টারে ছেয়ে দিয়েছেন। চেয়ারম্যান পদে ১৯, সংরক্ষিত পদে ৬৩ ও সাধারণ সদস্য পদে ১৭০ জনসহ মোট ২৫২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। তবে সবার দৃষ্টি আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের দিকে।

ভোটারদের কাছে টানতে দুদলের প্রার্থীরা আদাজল খেয়ে নেমেছেন নির্বাচনী মাঠে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিরামহীন প্রচার। এদিকে পিছিয়ে নেই সাধারণ ওয়ার্ড সদস্য ও নারী ওয়ার্ড সদস্যরা।

তাদের নিজ নিজ সমর্থিতদের সঙ্গে নিয়ে চালাচ্ছেন প্রচার-প্রচারণা।

প্রার্থীদের সঙ্গে থাকা সমর্থকদের হাতে প্রতীক ও প্রার্থীর ছবিসংবলিত প্রচারপত্র (লিফলেট) নিয়ে প্রচার করছেন। প্রার্থীরা নিজ নিজ উন্নয়নের নানা চিত্র ভোটারদের সামনে তুলে ধরছেন।

প্রার্থীরা নির্বাচিত হলে সব সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দিচ্ছেন। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত এলাকার ভোটারদের কাছে যাচ্ছেন। উভয়ের সমর্থকরা বিরামহীনভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।

উপজেলা নিবাচন অফিসসূত্রে জানা যায়, চার ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ১৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বাজুবাঘা ইউনিয়নে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান (নৌকা), বিএনপির স্থানীয়ভাবে মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ (আনারস)। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম (ঘোড়া), হাসমত আলী (টেবিলফ্যান), সাহার উদ্দিন ঝুন্টু (মোটরসাইকেল), আসলাম মালিথা (টেলিফোন), আসাদুজ্জামান (রজনীগন্ধ্যা), জিয়াউর রহমান (ঢোল), এমএ মানিক (চশমা)।

গড়গড়ি ইউনিয়নে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম রবি (নৌকা), বিএনপির স্থানীয়ভাবে প্রার্থী মাসুদ করিম টিপু (টেবিলফ্যান)।

স্বতন্ত্র প্রার্থী জুলফিকার আলী (ঘোড়া), আবদুল্লা আল মাহমুদ (আনারস), জাহিদুল ইসলাম স্বপন (চশমা), আবুল কালাম আজাদ (মোটরসাইকেল)।

পাকুড়িয়া ইউনিয়নে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেরাজুল ইসলাম সরকার (নৌকা) ও বিএনপির স্থানীয়ভাবে প্রার্থী ফকরুল হাসান বাবলু (আনারস)।

মনিগ্রাম ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (নৌকা) ও বিএনপির স্থানীয়ভাবে মনোনীত প্রার্থী মুজিবুর রহমান জুয়েল (আনারস)।

এ দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে শুধু প্রতিদ্বন্দ্বিতা হবে। দলীয় ছাড়া অন্য কোনো প্রার্থী এ দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে নেই।

এ নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে চেয়ারম্যান পদে দলীয়ভাবে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করেন। অন্যদিকে বিএনপি স্থানীয়ভাবে প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন।

তবে বিএনপির প্রার্থীদের দলীয় প্রতীক দেয়া হয়নি। তারা নির্বাচন অফিসের দেয়া নিজ পছন্দের প্রতীকে নির্বাচন করছেন।

বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মজিবুল আলম জানান, এ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদসহ মোট ২৫২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু সুন্দরভাবে উভয়ে প্রচার চালাচ্ছেন। তবে একটু-আধটু অভিযোগ থাকবে এটি স্বাভাবিক।

এই বিভাগের আরও খবর