বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে এক যুবক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আটজুড়ি ইউনিয়নের কামারগ্রামে নূর আমিন খাঁন (৩৫) নামে ওই যুবকের ওপর হামলা করে প্রতিবেশীরা। সে কামার গ্রামের প্রয়াত লোকমান খাঁনের ছেলে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে বিরোধপূর্ণ পুকুরের জমিতে ভেড়ি (আইল বাঁধাই) দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে নূর আমিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে নূর আমিনকে দা দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। এতে তিনি গুরুতর আহত হন।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় দুপুরে বলেন, জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা গেছেন। সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।