,

বাইকের ধাক্কায় প্রাণ গেল ‘মুক্তিযোদ্ধার’

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সালাম মোল্লা (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে।

তিনি উপজেলার কাজুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। নিহত আব্দুস সালাম মোল্লা দত্তডাঙ্গা গ্রামের বাসিন্দা।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা নামক স্থানে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন তিনি। এ অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর