,

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ মনসুর আলীর জন্মদিন আজ

বিডিনিউজ ১০ ডটকমবাংলাদেশের  সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ মনসুর আলীর জন্মদিন আজ। ১৯১৯ সালের ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে তিনি  জন্মগ্রহণ করেন।

মো: মনসুর আলী সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত একজন ক্যাপ্টেন ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে  মেহেরপুরে গঠিত দেশের প্রথম সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পরও দায়িত্ব পান যোগাযোগ ও স্বরাষ্ট্র  মন্ত্রনালয়ের।

১৯৭৫ সালের  ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় আরও তিন নেতা আবুল হাসনাত, মোহাম্মদ কামরুজ্জামান,তাজউদ্দীন আহমদের সঙ্গে  মোঃ মনসুর আলীকে হত্যা করা হয় ।

এই বিভাগের আরও খবর