মো: মনসুর আলী সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত একজন ক্যাপ্টেন ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে মেহেরপুরে গঠিত দেশের প্রথম সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পরও দায়িত্ব পান যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের।
১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় আরও তিন নেতা আবুল হাসনাত, মোহাম্মদ কামরুজ্জামান,তাজউদ্দীন আহমদের সঙ্গে মোঃ মনসুর আলীকে হত্যা করা হয় ।