,

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ওয়াজিহা (২) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিশুটি ওই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের আদু বাপের বাড়ির ওয়াহিদুল গণির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্ভবত শিশুটি হাঁটতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ওয়াজিহাকে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন বাঁশখালী উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জিহান।

এই বিভাগের আরও খবর