কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা গ্রামের জামাল শেখের ছেলে সবুজ শেখ (১৯) দুরারোগ্য প্যানসাইটো-পেনিয়া রোগে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল আজিজের অধীনে চিকিৎসাধীন। সবুজের বাবা জামাল শেখ বলেন, ‘সবুজ প্যানসাইটোপেনিয়ায় আক্রান্ত।’ ডাক্তাররা বলেছেন, ‘তাঁর চিকিৎসা করাতে অন্তত ৪০ লাখ টাকা লাগবে। আমি একজন গরিব কৃষক। এত টাকা কোথায় পাব? সহায়-সম্বল যা কিছু ছিল এত দিনে সব শেষ হয়ে গেছে। আমি আমার সন্তানের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।’
সাহায্য পাঠানোর ঠিকানা : জামাল শেখ, সঞ্চয়ী হিসাব নম্বর : ০৩৫৩৪০১৪৪২৯, স্ট্যান্ডার্ড ব্যাংক, কোটালীপাড়া শাখা, বিকাশ নম্বর : ০১৯২১৪০৭৪৪৯ (পার্সোনাল)।