,

বশেমুরবিপ্রবি’র ডি ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ০২ নভেম্বর ২০১৮ শুক্রবার সকাল ১০-১১টা ডি ইউনিট এবং বিকাল ৩-৪টা পর্যন্ত ই ইউনিট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যায়ের ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি জেলায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের বলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।

ডি ইউনিটে ৯,৯৪৫ জন, ই ইউনিটে ২১,১১৭ জন শিক্ষার্থী আবেদন করে। ৯৫ শতাংশেরও বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

শনিবার ০৩ নভেম্বর ২০১৮ সকাল ১০টায় ‘এফ’ এবং বিকাল ৩টায় ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর