বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: গোপালগঞ্জ জেলা শহরের সন্নিকটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আবাসন সংকটে ভুগছে। সেখানকার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হোষ্টেলে ধারন ক্ষমতার দ্বিগুন ছাত্রী থাকতে বাধ্য হচ্ছে।
অর্নাস ৩য় বর্ষের প্রচুর সংখ্যক ছাত্রী গনরুমে থাকছে উপায় না থাকায়। ঐ হোষ্টেলে ২৫০ জনের ব্যবস্থা থাকলেও প্রায় ৫ শত ছাত্রী থাকছে।
সংকট মেটাতে ক্যাফেটেরিয়াকে হোষ্টেল বানিয়েও লাভ হয় নাই। সেখানেও দ্বিগুন সংখ্যক ছাত্রী বাস করছে।
এ ব্যাপারে আলাপ করা হলে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর আশিকুজ্জামান ভুইঞা জানিয়েছেন, সংকট নিরসনে একটি নতুন হোষ্টেল নির্মান কাজ চলছে।
সরেজমিন বশেমুরবিপ্রবিতে গিয়ে দেখা গেছে নতুন ছাত্রী হোষ্টেল নির্মান কাজ চলছে ধীর গতিতে। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ট্রেডার্স’র কাউকে সেখানে পাওয়া যায় নাই। একজন সাব কনট্রাক্টর দাবী করে জানিয়েছেন কাজ শেষ হতে এখনও যথেষ্ট সময় লাগবে। এ কথা বলেই তিনি এলাকা ছেড়ে চলে যান। প্রকৌশলীদের কাউকেও দেখা যায় নাই।
জানা গেছে বিশ্ববিদ্যালয়ের মহিলা হোষ্টেল নির্মান কাজ সম্পন্ন করার নির্ধারিত সময় অনেক আগেই শেষ হয়েছে।