বরগুনা প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারি শিক্ষকদের ১১তম বেতন স্কেলের দাবিতে বরগুনার বামনা উপজেলায় মানববন্ধন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকল বিদ্যালয়ে অর্ধদিবস ক্লাশ শেষে বিকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন পালন করে তারা।
এতে বামনা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় শিক্ষক নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বামনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহজাহান, ছোট ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজলেন্দু শীল, বড় তালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র কর্মকার, মধ্য আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।