জেলা প্রতিনিধি, বরগুনা: জেলার উপজেলাগুলোতে আলু চাষীরা আলু ক্ষেত প্রস্তুতসহ বীজ বপনে ব্যস্ত সময় পার করছে। গত বছর আলুতে লাভের পরিমাণ বেশি হওয়ায় নতুন করে অনেক কৃষকই ঝুঁকেছেন আলু চাষে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের মধ্যে আলু চাষে বরগুনার অবস্থান তৃতীয়। এ বছর বরগুনায় ৯শ ৭৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১শ ৪০, পাথরঘাটায় ৫শ ৪০, বামনা ৩৫, বেতাগী ১শ ২৮, আমতলী ৬২ ও তালতলীতে ৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে জেলার ৬ উপজেলায় ১শ ৫৯ হেক্টর জমিতে আলু আবাদ সম্পন্ন করেছেন কৃষকরা।
বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম জানিয়েছেন, বরগুনা জেলায় ছয়টি উপজেলার মধ্যে পাথরঘাটায় আলুর চাষ বেশি হয়। পাথরঘাটায় সব থেকে বেশি বীজের চাহিদা রয়েছে। বরগুনায় বীজ সংকট এবং দাম বৃদ্ধি তেমন হয়নি। আশা করি বরগুনা জেলায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা সম্ভব হবে। পাথরঘাটায় একটি কোল্ডস্টোরেজ থাকলেও তা শুরু থেকেই চালু করা যায়নি। আমরা চাই এখানে কোল্ডস্টোরেজ স্থাপন করা হোক, তাহলে এ অঞ্চলের কৃষকরা লাভবান হবেন।
বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে বীজ পায় সে লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসি ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ উদ্যোগে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।