জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কষ্ট আর দুর্ভোগের মধ্য দিয়ে যে পন্থায় ঘরমুখী হয়েছিল মানুষ, ঠিক একই পন্থায় ঢাকা ফিরছেন তারা।
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টানা যানজটে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী মানুষ। খোলা ট্রাক ও পিকআপভ্যানে কর্মস্থলে ফিরছেন লোকজন। যাদের অধিকাংশই নিম্ন আয়ের ও গার্মেন্টস কর্মী।
বঙ্গবন্ধু সেতু থেকে নগর রাবনা বাইপাস পর্যন্ত ঢাকামুখী প্রায় ২৫ কিলোমিটার যানবাহনের চাপ রয়েছে। একমুখী গাড়ির চাপে ধীর গতিতে চলছে গাড়ি। কয়েক হাত এগোনোর পর আবারও থেমে যাচ্ছে যানবাহন।
শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া, জোকারচর ও এলেঙ্গায় গিয়ে দেখা গেছে, খোলা ট্রাক ও পিকআপভ্যানে ঢাকায় ফিরছেন মানুষ।
মহাসড়কের পাশে দুদিকে সিএনজি ও অটোরিকশার জন্য নির্মিত রাস্তায় বড় যানবাহন চলার কারণে যানজট আরও প্রকট হয়েছে।
বড় গাড়ি ছাড়াও ট্রাক, পিকআপভ্যান, মোটরসাইকেল- এমনকি গাড়ির ছাদেও মানুষের উপচেপড়া ভিড় রয়েছে। যে যেভাবে পারছেন ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরছেন তারা। ফলে নানা ভোগান্তিরও শিকার হতে হচ্ছে তাদের। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে।