সারাদেশ ডেস্ক: বঙ্গবন্ধু সেতুতে হামলার পরিকল্পনার অভিযোগে টাঙ্গাইলে গোপালপুর থেকে জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করে নলিনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা গোপালপুরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজনের নামে দেশের বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।
গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ৩৬ জন বনভোজনের আড়ালে বঙ্গবন্ধু সেতুতে হামলার পরিকল্পনা করেছিল।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন।