গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নব নিযুক্ত সাতজন সচিব।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদনকারী নব নিযুক্ত সাত সচিব হলেন- জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জয়নুল বারী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আলী নুর এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন ও উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস উপস্থিত ছিলেন।