,

বগুড়ায় শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে একদিন নিখোঁজ থাকার পর আলু খেত থেকে শিশু সাদিয়া খাতুনের (৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় আলুখেত থেকে মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহত সাদিয়া শিবগঞ্জ উপজেলার তালিবপুর পূর্বপাড়া গ্রামের দিনমজুর শাহিনুর রহমানের মেয়ে। সাদিয়া কৃপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ জানায়, বুধবার বিকালে নিখোঁজ হয় সাদিয়া। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় এলাকায় মাইকিং করা হয়। এছাড়াও বিভিন্নস্থানে সন্ধান করেও তার খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল থেকে খোঁজাখুঁজির এক পর্যায় বাড়ি থেকে ৫শ গজ দূরে এক আলুখেতে সাদিয়ার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর