,

বগুড়ায় বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে উপজেলার ছনকা ইউনিয়নের ইটালী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ৫ থেকে ৬ জন মুখোশ পরা সন্ত্রাসী রড-সিমেন্ট ব্যবসায়ী ফরিদুল ইসলামের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় তারা।  পরে ফরিদুলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর