,

বগুড়ায় পলিথিন ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

বগুড়া: বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারের অনুমোদনহীন পরিবেশদূষণকারী পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এত বলা হয়, বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় সরকারি অনুমোদন ব্যাতিত পরিবেশদূষণকারী পলিথিন উৎপাদনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওসমান পলি প্রিন্টার্সের মালিক ওসমান গনিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন।

অভিযানে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সহযোগিতা করেন।

এই বিভাগের আরও খবর